দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিভিন্ন কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে খুলনা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোল্লা খায়রুল ইসলামকে কারণদর্শানো নোটিশ (শোকজ) দেয়া হয়েছে।
আজ রোববার (২৫ আগস্ট) খুলনা জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী যৌথ স্বাক্ষরে তাকে শোকজ করা হয়।
কারণদর্শাও নোটিশে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিভিন্ন কাজের সাথে জড়িত থাকার সুস্পষ্ট প্রমান রয়েছে।
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের জন্য কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে না তা তিনদিনের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশনা দেয়া হয়েছে।