আবার ভেস্তে গেল ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি। রোববার মিসরের রাজধানী কায়রোতে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে মধ্যস্থতাকারীদের বৈঠকে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ। হামাস ও ইসরায়েল কেউই মধ্যস্থতাকারীদের সমঝোতা শর্তে রাজি হয়নি। খবর- আলজাজিরা
তবে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা এ আলোচনাকে ‘গঠনমূলক’ হিসেবে মন্তব্য করে বলেছেন, চুক্তিতে পৌঁছাতে সব পক্ষই আগ্রহ প্রকাশ করেছে। তবে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা থেমে থাকবে না। চূড়ান্ত চুক্তির জন্য আলোচনা এগিয়ে নিতে তারা কায়রোতে থাকবেন।
এদিকে মধ্যস্থতাকারীদের বরাত দিয়ে মিসরের একটি সূত্র জানিয়েছে, তারা ফিলাডেলফি ও নেটজারিম করিডরে ইসরায়েলি বাহিনীর অবস্থানের বিষয়ে কয়েকটি বিকল্প প্রস্তাব উত্থাপন করেছেন। তবে এতে একমত হননি কেউ। যে কারণে হতাশা প্রকাশ করেছেন তারা।
ফিলাডেলফি ও নেতজারিম করিডোর নিয়ে সংশোধিত প্রস্তাব মেনে নেয়নি হামাস। অন্যদিকে কয়েকজন ফিলিস্তিনি বন্দির মুক্তির বিষয়ে আপত্তি জানিয়েছে ইসরায়েল। এ নিয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে না পারায় পরস্পরকে দায়ী করে হামাস-ইসরায়েল।
হামাস বলছে, ইসরায়েল বেশ কয়েকজন বন্দীর মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়েছে। যদি তাদের মুক্তি দেওয়াও হয় সেক্ষেত্রে তাদের গাজা ছাড়ার শর্ত দিয়েছে দেশটি।