ঘরের মাঠ চিন্নাস্বামীতে চেন্নাইয়ের বিপক্ষে আগে ব্যাট করে ৫ উইকেটে ২১৮ রানের বড় পুঁজি গড়েছিল আরসিবি। দলের হয়ে ৩৯ বলে ৫৪ রানের ইনিংস খেলেন ফ্যাফ ডু প্লেসি। জয়-পরাজয় ছাপিয়ে প্লে-অফে যাওয়ার লড়াইয়ে সুবিধাজনক অবস্থানেই ছিল চেন্নাই। বেঙ্গালুরুর বিপক্ষে জিততে বড় টার্গেট হলেও ২০১ রান করলেই প্লে-অফ নিশ্চিত হয়ে যেত ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। সে লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৯১ রানেই থেমেছে ধোনিরা।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাইয়ের অধিনায়ক মিস করেছেন মুস্তাফিজকে। গতকাল প্লে অফের ম্যাচে অল্পের জন্য বাদ পড়ার পর ম্যাচ পরবর্তী উপস্থাপনায় রুতুরাজ বলেন, “আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং ছিলো। ডেভনকে পেলাম না, যা অনেক বড় পার্থক্য গড়ে দিয়েছে। এরপর পাথিরানা ইঞ্জুরিতে ছিটকে গেলো, ফিজকেও মিস করেছি আমরা। দলে যখন এতগুলো ইঞ্জুরির সমস্যা তখন আপনার জন্য কঠিন হয়ে যায় পরিস্থিতি স্কোয়াদ সাজানো।”
উল্লেখ্য, বারের আইপিএলে মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের হয়ে প্রথম ম্যাচেই ৪ উইকেট শিকার করেন। ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে চেন্নাইকে প্লেঅফের কক্ষপথেই রেখেছিলো মুস্তাফিজরা।