তারকা ক্রিকেটার না পেলেও দুর্বার রাজশাহীর আছে একজন বড় তারকা! তিনি পাকিস্তানের ইজাজ আহমেদ। রাজশাহীর প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। রংপুর রাইডার্সের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল রীতিমতো মুগ্ধ কোচ ইজাজের আগমনে।
২০২৫ সালের বিপিএলে বিদেশ কোচ আছেন আরও দুটি ফ্র্যাঞ্চাইজিতে। রংপুর রাইডার্সের প্রধান কোচ মিকি আর্থার। গ্লোবাল টি২০ চ্যাম্পিয়ন দলের কোচ ছিলেন তিনি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কোচ শন টেইট। পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদিকেও দলে নিয়েছে তারা। খেলোয়াড় হিসেবে নয়, মেন্টর ও ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হয়েছে তাঁকে।
বাকি চার ফ্র্যাঞ্চাইজি মাতাবেন দেশি কোচ– মিজানুর রহমান বাবুল (বরিশাল), তালহা জুবায়ের (খুলনা), মাহমুদ ইমন (সিলেট) ও খালেদ মাহমুদ (ঢাকা)।