গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) মোঃ হানজালা খান(২৮), পিতা-হান্নান খান, সাং-বাড়ী নং-৪৮, গোবরচাকা মেইন রোড, থানা-সোনাডাঙ্গা মডেল; ২) ইয়াছিন হোসেন@আশিক(৩০), পিতা-মোল্লা বাবর আলী, সাং-বাড়ী নং-০২, সবুজবাগ, ০২ নং গলি, থানা-সোনাডাঙ্গা মডেল; ৩) মোহাম্মদ আলী হৃদয়@আলী খাঁ(২৫), পিতা-মৃত: আনোয়ার খাঁ, সাং-কালিকাবাড়ি, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং-সোনাডাঙ্গা ২য় আবাসিক, রোড নং-০৫, থানা-সোনাডাঙ্গা মডেল; ৪) বাবু খান(৩৩), পিতা-জালাল খান, সাং-চিংড়াখালী, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং-আল আকসা গলি, থানা-সোনাডাঙ্গা মডেল; ৫) বিল্লাল গাজী(২৭), পিতা-সোবহান গাজী, সাং-আরাফাত আবাসিক প্রকল্প, থানা-হরিণটানা; ৬) মোঃ বেল্লাল হোসেন(৩৯), পিতা- আঃ রশিদ ব্যাপারী, সাং-বিআইডিসি রোড, থানা-খালিশপুর; ৭) মোঃ মাসুদ কোরাইশি(৩০), পিতা-মৃত: আকবর কোরাইশি, সাং-রোড নং-২১১, সেন্টাল নর্থ ব্লক লাল হাসপাতালের পিছনে, থানা-খালিশপুর এবং ৮) তাপস দাস(৪০), পিতা-পরিতোষ দাস, সাং-রাজাপুর খেয়াঘাট, আইচগাতী ইউনিয়ন, থানা-রূপসা, জেলা-খুলনাদের কে খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ১৪ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ৬০০ গ্রাম গাঁজা এবং ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৪ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
Leave a comment
সর্বশেষ
- Advertisement -


