বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে দেশে ফিরছেন। এ জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে একটি চিঠি দেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, খালেদা জিয়া বর্তমানে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়। এপ্রিলের শেষ সপ্তাহে তিনি দেশে ফিরতে আগ্রহী। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে দেশে ফিরিয়ে আনার প্রয়োজন।
উল্লেখ্য, ২০১৮ সালে একটি দুর্নীতি মামলায় খালেদা জিয়া গ্রেফতার হয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। করোনা মহামারির সময় সরকার বিশেষ বিবেচনায় তাকে মুক্তি দেয়।
গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর তার বিরুদ্ধে থাকা দুটি দুর্নীতি মামলার রায় আদালত বাতিল করেন।
চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়। ১৭ দিন চিকিৎসার পর ২৫ জানুয়ারি তাকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। দীর্ঘ ছয় বছর পর পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেন তিনি। কারাবন্দি অবস্থায় তার চারটি ঈদ কেটেছে কারাগার ও হাসপাতালে।
বর্তমানে তারেক রহমানের বাসায় তার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হৃদরোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসের মতো জটিল রোগে ভুগছেন।