
বঙ্গবন্ধুর ভ্রাতুষপুত্র ও খুলনা বিভাগীয় অভ্যন্তরীন নৌ পরিবহন মালিক সমিতির সহ সভাপতি শেখ জালালউদ্দিন রুবেলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) ও খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি (কেটিআরইউ) এর নেতৃবৃন্দ। রবিবার বেলা ১১টায় নগরীর শের এ বাংলা রোডস্থ তার বাস ভবনে নেতৃবৃন্দ এই সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় শেখ জালালউদ্দিন রুবেল বলেন, বর্তমান প্রেক্ষাপটে অপপ্রচার ও গুজব রটিয়ে কোটা সংস্কার আন্দোলনের নামে সাধারণ মানুষের জান ও মালের ক্ষতি সাধন করা হচ্ছে। গুজব ও অপপ্রচার রুখতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম। তাই দেশ ও জাতির প্রয়োজনে ৭১’র সালের ন্যায় প্রকৃত সাংবাদিকরা এবারও অগ্রনী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যাক্ত করেন শেখ জালালউদ্দিন রুবেল।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মুন্সি মোঃ মাহাবুব আলম সোহাগ, খুলনা জেলা আওয়ামী লীগ নেতা অসীত বরন বিশ্বাষ, খুলনা মহানগর যুবলীগ এর সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন, খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র নব নির্বাচিত সভাপতি সাঈদুজ্জামান সম্রাট, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি(কেটিআরইউ)’র নব নির্বাচিত সভাপতি বাবুল আকতার, খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র নব নির্বাচিত সাধারণ সম্পাদক মহেন্দ্র নাথ সেন, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি(কেটিআরইউ)’র নব নির্বাচিত সাধারণ সম্পাদক অভিজিৎ পাল, খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র নব নির্বাচিত যুগ্ম সম্পাদক মীর মনির, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজীজুর রহমান রাসেল, খুলনা মহানগর যুবলীগ নেতা কাজী কামাল হোসেন।
আলচনা শেষে নেতৃবৃন্দ শেখ জালাল উদ্দীন রুবেলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।