প্রেস বিজ্ঞপ্তি
সাতক্ষীরা-৩ আসনের সাবেক সংসদ সদস্য, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, আঞ্চলিক সংবাদপত্র পরিষদের সাবেক সভাপতি দৈনিক অনির্বাণ সম্পাদক, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য অধ্যক্ষ আলী আহমেদ নগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রজিউন)। মরহুম অধ্যক্ষ আলী আহম্মদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা জেলা বিএনপির নেতৃবৃন্দ ।
বিবৃতিদাতারা হলেন জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এসএম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডাঃ গাজী আবদুল হক, গাজী তাফছির আহম্মেদ, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, মোল্লা খায়রুল ইসলাম, এ্যাড. শরিফুল ইসলাম জোয়াদ্দার খোকন, এ্যাড. মাসুম আল রশিদ, শেখ আবু হোসেন বাবু, জিএম কামরুজামান টুকু, কেএম আশরাফুল আলম নান্নু, এ্যাড. এ কে এম শহিদুল আলম, এ্যাড. তছলিমা খাতুন ছন্দা ও শেখ শামছুল আলম পিন্টু প্রমুখ। বিএনপি নেতৃবৃন্দ তার আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে ।
Leave a comment