পাকিস্তানের বিপক্ষে ভারতের ১০ উইকেটে পরাজয়ের পর মোহাম্মদ শামির ওপর দিয়ে ‘সাইক্লোন’ বয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় এই বোলারের ধর্ম তুলে গালাগাল দিয়ে অনেকে ‘পাকিস্তানের গুপ্তচর’ও বলেছেন।

এ ঘটনায় ভারতের কিংবদন্তি ক্রিকেটারদের পাশাপাশি অনেক পাকিস্তানিও শামির পাশে দাঁড়িয়েছিলেন। এবার শামীর কটাক্ষকারীদের এক হাত নিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় অধিনায়কের মতে, এরা হচ্ছে মেরুদণ্ডহীন।

নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে কোহলি বলেন, ‘কিছু মেরুদণ্ডহীন মানুষ আছে যারা সামাজিক যোগাযোগ মাধ্যম চালায়। অন্যদের হেয় করাই এদের বিনোদনের উৎস। কষ্ট লাগে এসব দেখলে।’

এসময় ধর্ম তুলে গালাগাল করায় হতাশা প্রকাশ করে ভারতীয় অধিনায়ক আরও বলেন, ‘আমার মতে, কারও ধর্ম তুলে গালাগাল দেওয়ার মতো দুঃখজনক আর কিছু হতে পারে না। সবারই মত প্রকাশের অধিকার আছে। কিন্তু কখনও কাউকে ধর্মীয়ভাবে হেয় করা ঠিক নয়। প্রত্যেক মানুষের কাছেই তার ধর্ম পবিত্র।’