
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক রবিবার দুপুরে নগর ভবনের প্রধান ফটকের সামনে আয়োজিত ধূমপান বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন। মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক প্রণীত জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২৩-২৪ এর আলোকে স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী কেসিসি’র পক্ষ থেকে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, ধূমপান জনস্বাস্থ্য, অর্থনীতি ও পরিবেশের জন্য মারাত্মক তিকর। ধূমপায়ীগণ এক সময়ে দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন। সে কারণে ধূমপান বিরোধী জনসচেতনতা বৃদ্ধি করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। প্রকাশ্যে ধূমপায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য সিটি মেয়র সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলামের সভাপতিত্বে ধূমপান বিরোধী সমাবেশে কেসিসির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।