করোনাভাইরাসের টিকা পেতে নিবন্ধন করেও যারা এখনও এসএমএস পাননি, তাদের ধৈর্য ধরার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার ভার্চুয়াল বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম নিবন্ধিত ব্যক্তিদের অপেক্ষা করতে বলেছেন।
কোভিড-১৯ মহামারী নিয়ন্ত্রণে বাংলাদেশে এ বছরের ফেব্রুয়ারিতে টিকা প্রয়োগ শুরু হয়। সরকারিভাবে এই টিকা পেতে হলে নাগরিকদের আগে নিবন্ধন করতে হচ্ছে।
তারপর মোবাইল ফোনে এসএমএস পেয়ে নির্ধারিত দিনে টিকাদান কেন্দ্রে গিয়ে তা নিতে হচ্ছে।
বাংলাদেশে শনিবার পর্যন্ত কোভিড টিকা নিতে নিবন্ধন করেছেন ৫ কোটি ৬০ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে ৩ কোটি ৯৮ লাখ টিকার প্রথম ডোজ নিয়েছে।
সংবাদ বুলেটিনে ডা. নাজমুল জানিয়েছেন, ২ কোটি ২ লাখ ৬৪ হাজার ৫১৩ জন দুই ডোজ টিকাই নিয়েছেন।
নিবন্ধন করে টিকা পাওয়ার অপেক্ষায় আছে দেড় কোটির বেশি মানুষ।
ডা. নাজমুল বলেন, “যাদের নিবন্ধন হয়েছে, মোবাইল ফোনে এসএমএস এসেছে, যথাসময়ে তারা টিকা গ্রহণ করবেন। আর যাদের এখনও এসএমএস আসেনি, তাদেরকে অবশ্যই ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে।”
করোনাভাইরাস সংক্রমণ কমলেও আত্মতুষ্টিতে না ভুগে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
“আমাদেরকে অবশ্যই জনস্বাস্থ্য এবং জনস্বার্থ রক্ষায় সচেতন হতে হবে এবং দায়িত্বপূর্ণ আচরণ করতে হবে। যতক্ষণ পর্যযন্ত শতভাগ কার্যকর ভ্যাকসিন আমরা হাতে না পাই, ততক্ষণ পর্যন্ত প্রচলিত সকল রকমের স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। যারা টিকা গ্রহণ করেছেন তাদের বেলাতেও একইরকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।”