
লবণচরা থানা পুলিশের একটি চৌকস টিম গত ৭ এপ্রিল ২০২৫ তারিখ দুপুরে বিসমিল্লাহ সড়ক ২নং গলিতে অভিযান চালিয়ে ১) জামাল গাজী (৪০), পিতা—নুর ইসলাম গাজী, সাং—দাদা ম্যাচ ফ্যাক্টরীর সামনে, থানা—খুলনা সদর এবং ২) শামীম মোল্লা (৩২), পিতা—হাকিম মোল্লা, সাং—পূর্ব বানিয়া খামার, থানা—খুলনা সদর, খুলনাদ্বয়কে গ্রেফতার করে। তাদের হেফাজত হতে চোরাই ১ টি ইজিবাইক এবং ১ টি ছাগল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদ্বয়ের বিরুদ্ধে লবণচরা থানার মামলা রুজু করা হয়েছে।