খুলনার দৌলতপুর থানাধীন রেলিগেট বাজার এলাকায় এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসর ভেঙে দিয়েছে পুলিশ। ১৪ এপ্রিল ২০২৫, সোমবার রাতের এই অভিযানে পাঁচজন জুয়াড়িকে আটক করা হয়েছে। অভিযানে জুয়ার কাজে ব্যবহৃত সাত সেট প্লেয়িং কার্ড (তাস) এবং নগদ ২ হাজার ৫২০ টাকা জব্দ করা হয়।
দৌলতপুর থানার পুলিশ জানায়, রেলিগেট এলাকার বাসিন্দা ইউনুছ চোকিদারের বাড়িতে দীর্ঘদিন ধরে গোপনে জুয়ার আয়োজন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল ওই বাড়িতে অভিযান পরিচালনা করে জুয়ার আসর থেকে পাঁচজনকে হাতেনাতে আটক করে।১) আঃ কাদের সরদার (৫০), পিতা-মৃত আঃ রশিদ,২) ইউনুছ চোকিদার (৫২), পিতা-মৃত জিন্নাত চোকিদার,৩) নাছির বেপারী (৩৬), পিতা-মোঃ কাশেম বেপারী,৪) আকাশ রায় (৪৫), পিতা-মৃত দুলাল রায়,৫) সোহেল রানা (৩৫), পিতা-আঃ মান্নান হাওলাদার।সকলেই দৌলতপুর থানা এলাকার বাসিন্দা। অভিযানে আটক হওয়া ব্যক্তিরা সবাই দৌলতপুর এলাকার বাসিন্দা।
অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তারা জানান, সমাজ থেকে অপরাধমূলক কর্মকাণ্ড দূর করতে দৌলতপুর থানা পুলিশ সবসময় তৎপর রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।পুলিশ আরও জানায়, ভবিষ্যতেও জুয়া, মাদক ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।