নড়াইলের লোহাগড়ার মাকড়াইল গ্রামের ইজিবাইক চালক পলাশ মোল্যা হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
বুধবার (১২ জুন) নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলমাচ হোসেন মৃধা এ রায় দেন। ২০১৮ সালে পলাশ মোল্যা নামে এক ইজিবাইক চালককে অপহরনের পর শ্বাসরোধ করে হত্যার ঘটনায় আসামিদের এ সাজা দেয়া হয়েছে। পলাশ মোল্যা লোহাগড়া উপজেলার মাকড়াইল গ্রামের আব্দুস সালাম মোল্যার ছেলে।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- লোহাগড়া উপজেলার মাকড়াইল গ্রামের মৃত আবুল খায়ের মোল্যার ছেলে আনারুল মোল্যা, একই উপজেলার মরিচপাশা গ্রামের মৃত মোক্তার সরদারের ছেলে জিনারুল ইসলাম ওরফে তারা মিয়া এবং উপজেলার আড়পাড়া গ্রামের আকুব্বর শিকদারের ছেলে নাজমুল শিকদার। এরমধ্যে আসামি আনারুল মোল্যা ও নাজমুল শিকদার পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ২৩ জুন সকালে পলাশ মোল্যাকে (২৫) বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আনারুল মোল্যা, জিনারুল ইসলাম ও নাজমুল শিকদার। ৪০ হাজার টাকায় ইজিবাইক কিনে দেবার প্রলোভন দেখিয়ে পলাশকে অপহরন করে তারা। ২০১৮ সালের ২৬ জুন মাগুরা জেলার সদর থানার ধানখোলা গ্রামের জাহাঙ্গীরের পাটক্ষেত থেকে শ্বাসরোধ করে হত্যার পর কাঁদামাটি দিয়ে ঢেকে রাখা অজ্ঞাত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে ৮জুলাই পলাশ মোল্যার পরিবার বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে এবং ছবি দেখে পলাশ মোল্যার মরদেহ শনাক্ত করে।
এ ঘটনায় পলাশের ভাই আহাদ আলী বাদী হয়ে লোহাগড়া থানায় প্রথমে হারানোর জিডি এবং পরে অপহরন করে হত্যা মামলা দায়ের করেন। মামলার স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী জিনারুল ইসলাম ওরফে তারা মিয়া উপস্থিত ছিলেন। অপর দুই আসামী আনারুল মোল্যা ও নাজমুল শিকদার ইতিপূর্বে জামিনে থেকে পলাতক রয়েছেন।