ভারত সিরিজের পর অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর ডিসেম্বরে দুটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার কথা নাজমুল শান্তদের। সূচিতে ফাঁকা ছিল কেবল নভেম্বর। ওই সময় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে খেলতে চায় বিসিবি।
বোর্ড জানিয়েছে, ফেব্রুয়ারির চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পর্যাপ্ত ওয়ানডে ম্যাচ নেই বাংলাদেশের। যে কারণে ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার পথে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে খেলতে চায় তারা। বিষয়টি নিয়ে আফগান বোর্ডের সঙ্গে ফলপ্রসু আলোচনা হয়েছে। সিরিজটি সংযুক্ত আরব আমিরাতে হতে পারে।
গত জুনে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু অনিবার্য কারণে ওই সিরিজটি স্থগিত হয়ে যায়। সময়-সুযোগ বুঝে ওই সিরিজ আয়োজন করা হবে বলে জানিয়েছিল দুই বোর্ড। ওই সিরিজের তিনটি ওয়ানডে নভেম্বরে খেলতে চায় বাংলাদেশ।
বিষয়টি নিয়ে বিসিবির সভাপতি ফারুক আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার সময় আমরা আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলার কথা ভাবছি। কুয়ালালামপুরে আমরা বিষয়টি নিয়ে কথা বলেছি।’ এসিবি থেকে বলা হয়েছে, ‘বিসিবির সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’