গুলশানের হলি আর্টিজানের ঘটনার ওপর নির্মিত চলচ্চিত্র ‘শনিবার বিকেল’ সাড়ে পাঁচ বছর ধরে নিষিদ্ধাদেশ মাথায় নিয়ে ঘুরছে। সেন্সর বোর্ড থেকে মৌখিকভাবে অনুমতি পেলেও পরে আর ছাড়পত্র মেলেনি। অবশেষে পাঁচ বছরের বন্দিদশা কাটছে। সব ঠিক থাকলে আগামী নভেম্বরে সিনেমাটি মুক্তি পাচ্ছে। সংবাদমাধ্যমকে জানিয়েছেন ছবির প্রযোজক জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।
তিনি জানান, আপিল করার পর এটি সেন্সর পায়। তবে বোর্ড বেশ কিছু সংশোধনী দেয়। তবে দৃশ্যগুলো রাখতে চায় সিনেমাসংশ্লিষ্টরা। সেভাবেই নতুন করে সেন্সরে জমা দেবেন তারা। সেন্সরের চূড়ান্ত নির্দেশনা এলে মুক্তি পেতে আর বাধা থাকবে না। যে কারণে এবার মুক্তির দিনক্ষণ ঠিক করছেন তারা।
সংবাদমাধ্যমকে বলেন, ‘দেশের চলমান পরিস্থিতিতে আমরা এখনই সিনেমাটি মুক্তি দিতে চাই না। সব ঠিক থাকলে আগামী নভেম্বরে দেশের দর্শক সিনেমাটি দেখতে পারবে।’
২০১৯ সালের শুরুর দিকে সেন্সরে জমা পড়তেই ছবিটি নিষিদ্ধ করা হয়। তারপর পাঁচ বছর কেটে গেলেও এর কোনো সুরাহা হয়নি। অবশেষে পাঁচ বছর পর প্রেক্ষাগৃহে আসার সম্ভাবনা জেগেছে ছবিটির।
‘শনিবার বিকেলে’ নির্মাণ করেছেন মোস্তফা সর্যার ফারুকী। অভিনয় করেছেন বেশ কয়েকটি দেশের অভিনয় শিল্পী। এদের মধ্যে রয়েছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, প্যালেস্টাইনের ইয়াদ হুরানি প্রমুখ।