নরসিংদীর পলাশে স্বামীকে মারধর করে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতার দুইজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেনাজ সিদ্দিক এ আদেশ দেন।
সোমবার ধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃত রাজিব ও রিফাতকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালতে তোলা হয়। তখন মামলার তদন্তকারী কর্মকর্তা নরসিংদী রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন জানান। পরে আদালত তাদের দুজনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শনিবার ওই নারীকে ধর্ষণের ঘটনায় গতকাল রবিবার নির্যাতনের শিকার ওই নারীর স্বামী ভৈরব রেলওয়ে থানায় তিনজনকে আসামি করে মামলা করেন। মামলার আসামিরা হলেন ঘোড়াশাল পৌর এলাকার টেঙ্গরপাড়া এলাকার মৃত শাহ আলমের ছেলে মো. রাজীব (৩০), চামড়াবো বাজার এলাকার মো. নজরুল ইসলামের ছেলে মো. রিফাত হোসেন ওরফে জাফর (২০) এবং ওপেনার (৩০) নামের এক ব্যক্তি। ওপেনার এখনো পলাতক।
পিএসএন/এমঅাই