জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের অভিযোগ করে বলেছেন, জাতীয় পার্টির সঙ্গে বৈষম্য শুরু হয়েছে। রাজনীতিতে কোণঠাসা করতে চাইছে সরকার। স্বাভাবিক রাজনীতিতে বাধা দেওয়া হচ্ছে, নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। সে হিসেবে আমরা নব্য ফ্যাসিবাদের স্বীকার।
জাপার বনানী কার্যালয়ে নরসিংদী জেলা জাপা নেতাদের সঙ্গে বুধবার মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে গত চার নির্বাচনে সমঝোতা করায় স্বৈরাচারের দোসর তকমা পাওয়া জাপাকে ছাত্র নেতৃত্বের বিরোধিতার মুখে কিছুতেই ডাকছে না অন্তর্বর্তী সরকার।
জি এম কাদের গত আগস্টে সরকারকে সমর্থন জানালেও অভ্যুত্থানের মামলার আসামি হওয়ার পর সমালোচনা করেছেন। বুধবার তিনি বলেছেন, দেশ সঠিকভাবে চলছে না। দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় মানুষের মাঝে হাহাকার। আধাপেট খাওয়া মানুষ বাড়ছে। কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় বেকার বাড়ছে। দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ক্ষুধার্ত মানুষ বাড়লে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।
জাপা চেয়ারম্যান বলেন, একটি শক্তিশালী সরকার প্রয়োজন। জনগণের ইচ্ছার প্রতিফলন হয়, তেমন নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার ছাড়া পরিস্থিতি সামাল দেওয়া অসম্ভব। ৪০টির বেশি রাজনৈতিক দলের কয়েকটির সঙ্গে সরকার ঐক্য করছে। এতে বেশির ভাগ মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল থাকছে আলোচনার বাইরে। সরকারের বিরুদ্ধে লিখতে পারছে না গণমাধ্যম, যা আওয়ামী লীগের চেয়ে কোনো অংশে কম নয়। মানুষ বিচার, সেবা, আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা পাচ্ছে না।
সভায় জাপা মহাসচিব মজিবুল হক চুন্নু, অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকাসহ নরসিংদীর নেতারা উপস্থিত ছিলেন।