বাগদান সম্পন্ন হয়েছে। এবার বিয়ের পালা। আগামী ডিসেম্বরেই গাঁটছড়া বাঁধবেন নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালা- এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। দুই পরিবারে নাকি এখন বিয়ের কাজ নিয়েই ব্যস্ত। এদিকে সামান্তা রুথ প্রভু শান্তির খোঁজে ঘুরে বেড়াচ্ছেন প্রকৃতির মাঝে।
২০১০ সালে তেলুগু সিনেমা ‘ইয়ে মায়া চেসাভে’র সেটেই নাকি সামান্থা ও দক্ষিণি সুপারস্টার নাগার্জুনের ছেলে নাগা চৈতন্যর প্রেম শুরু হয়েছিল। ২০১৭ সালে দুজনের বিয়ে হয়। কিন্তু সংসার বেশি দিন সুখের হয়নি। নাগার সঙ্গে বিচ্ছেদের পর কেরিয়ারে মন দেন সামান্থা। পরে নিজের অটো ইমিউন রোগের কথাও জানান। সেই রোগের সঙ্গে এখনও অভিনেত্রীর লড়াই চলছে।
এদিকে নাগা চৈতন্য আবারও প্রেমে পড়েন। শোনা যায়, গত দুবছর ধরে শোভিতা ধূলিপালার সঙ্গে সম্পর্কে রয়েছেন নাগার্জুনপুত্র। গত ৮ আগস্ট হায়দরাবাদে দুই তারকা বাগদানে আবদ্ধ হন। তার আগে কাকপক্ষীতেও টের পায়নি এই খবর! নাগা-শোভিতার প্রেমের জল্পনা অবশ্য ছিলই। ছেলে ও শোভিতার বাগদানের খবর সোশাল মিডিয়ায় শেয়ার করেন নাগার্জুন।
এখন শোনা যাচ্ছে, আগামী ৪ ডিসেম্বর নাগা ও শোভিতা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমেই গাঁটছড়া বাঁধবেন তারা। এদিকে সামান্থা শান্তির খোঁজে পাড়ি দিয়েছেন রাজস্থানে। রণথম্বোরের জঙ্গলে একাকী ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী। তাতেই আবার নেটিজেনের মন্তব্য, ‘প্রকৃতি সমস্ত ব্যথা নিরাময় করে।’