নারীদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিকসহ সব ধরনের অর্জন উদ্যাপনের একটি বৈশ্বিক দিন আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বজুড়ে আজ ৮ মার্চ পালিত হচ্ছে দিবসটি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী দিবস নিয়ে নিজস্ব মতামত তুলে ধরেছেন দেশের তারকারা।
ছোটপর্দার অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তুলে ধরেছেন তাঁর নিজস্ব মতামত।
একটি ভিডিও শেয়ার করে মেহজাবীন লিখেছেন, ‘সমাজের চোখে সেরা হবার জন্য আমরা নারীরা প্রায়ই ভুলে যাই, আমরা প্রত্যেকেই কোনো না কোনো দিক দিয়ে আলাদা। আর তাই অন্যের কাছে সেরা হবার চেষ্টা না করে আমাদের উচিত নিজেদের স্বতন্ত্র সত্তা আবিষ্কার করা। এই সত্তাই আমাদের জীবনের দৌড়ে সামনের সারিতে এগিয়ে নিয়ে যাবে।’
তিনি আরও লিখেছেন, ‘নারীদের পাশে যারা আছেন, থাকবেন সেসব পুরুষ বন্ধুদের এবং অবশ্যই নারী বন্ধুদের আজকের এই দিনে জানাই বিশেষ শুভেচ্ছা।’
প্রসঙ্গত, গত শতকের সত্তরের দশকের মাঝামাঝি জাতিসংঘের স্বীকৃতি দিবসটি। এই স্বীকৃতির মধ্য দিয়ে ‘আন্তর্জাতিক নারী দিবস’ বিশ্বরূপ পায়।