সরকারের পতনের পর পরিবর্তনের হাওয়া লেগেছে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে। ক্রীড়াঙ্গণও এর বাইরে নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনেক পরিচালকই আছেন আত্মগোপনে, সভাপতি নাজমুল হাসান পাপনও দেশের বাইরে আছেন বলেই গুঞ্জণ আছে। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী তিনি সভাপতির পদ থেকে পদত্যাগ করতেও রাজি আছেন। এছাড়া আজ পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনূস। এমন অবস্থায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে জানতে চাওয়া হয়েছিল চন্ডিকা হাথুরুসিংহের কাছে।
পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে এখন দেশটিতেই অবস্থান করছে বাংলাদেশ জাতীয় দল। ২১ আগস্ট প্রথম টেস্টে বাবর আজমদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এর আগে আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন প্রধান কোচ হাথুরু।
সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে হাথুরু বলেন, ‘আমার কোনো ধারণা নেই বাংলাদেশে (ক্রিকেট বোর্ডে) কী চলছে। আমার ভবিষ্যতের কথা বললে, যত দিন পর্যন্ত চুক্তির মেয়াদ আছে, আমি দায়িত্ব পালনের দিকে তাকিয়ে আছি। বোর্ড যদি বদলে যায় এবং তারা যদি পরিবর্তন চায়, আমার তাতে সমস্যা নেই। তারা যদি আমাকে চালিয়ে নিতে বলে, আমাকে নিয়ে খুশি থাকে, আমিও খুশি মনে দায়িত্ব পালন করব।’
ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি ভালোবাসা জানিয়ে হাথুরু বলেন, ‘যাদের কাছের মানুষজন মারা গেছে, তাদের পরিবারের জন্য আমার দোয়া ও ভালোবাসা। খুবই কঠিন ছিল এটি। আমি আশা করি, শিক্ষার্থীদের প্রশ্নগুলোর উত্তর আসবে। এটি অভূতপর্ব ঘটনা। আশা করি, দেশ আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে। এটি খুবই কঠিন ছিল।