নেপালে ভারী বৃষ্টি থেকে সৃষ্ট বন্যা-ভূমিধসে কমপক্ষে ১২৯ জনের মৃত্যু হয়েছে। দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে। রোববার রাজধানী কাঠমান্ডুর নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। খবর রয়টার্সের
প্রতিবেদনে বলা হয়, নেপালের কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকার স্কুল তিন দিনের জন্য বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের মাত্রা ও তীব্রতা বেড়ে চলছে।
পুলিশের মুখপাত্র ডান বাহাদুর কারকি বার্তা সংস্থা এএফপিকে বলেন, মৃতের সংখ্যা বেড়ে ১২৯ জনে পৌঁছেছে। নিখোঁজ ৬৪ জন। ক্ষতিগ্রস্ত এলাকায় অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
কাঠমান্ডু উপত্যকায় গতকাল শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৪০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। দেশটির আবহাওয়া ব্যুরো কাঠমান্ডু পোস্ট পত্রিকাকে এই তথ্য জানিয়েছে।