
আজ ১৫ জুলাই ২০২৪ খ্রিঃ, ৩১ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ সোমবার বিকাল ০৪.৩৫ ঘটিকায় কেএমপি’র সদর দপ্তরস্থ সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বে আসন্ন ১০ ই মহরম পবিত্র আশুরা উপলক্ষে খুলনা মহানগরীতে সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় পুলিশ কমিশনার মহোদয় পবিত্র আশুরা উপলক্ষে খুলনা মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে নিম্ন বর্ণিত নির্দেশনাসমূহ প্রদান করেনঃ
Ø পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের শোক মিছিল পৃথক সময়ে পৃথক রুটে করতে হবে।
Ø তাজিয়া মিছিলগুলোর রুট সংক্রান্ত তালিকা বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) কেএমপি, খুলনার নিকট দাখিল করতে হবে।
Ø নির্ধারিত রুট ব্যতিত অন্য রুটে মিছিল করা যাবে না।
Ø শোক মিছিলে কোন প্রকার পটকা, আতশবাজি, ছুরি, বল্লম, কাঁচিসহ কোন ধরনের অস্ত্র, চেইন, ব্যাগ ইত্যাদি বহন করা যাবে না।
Ø কোন দুষ্কৃতকারী যাতে মিছিলে প্রবেশ করে কোন অনাকাঙ্খিত ঘটনার সৃষ্টি করতে না পারে সে জন্য প্রতিটি মিছিলের সামনে-পিছনে ও দু’পাশে বিশ্বস্ত লোক ও স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে।
Ø স্বেচ্ছাসেবকদের সহজেই সনাক্ত করার লক্ষ্যে একই ধরনের পোশাক পরিধান/ব্যাচ ব্যবহারের ব্যবস্থা করতে হবে।
Ø স্বেচ্ছাসেবকদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও রঙ্গিন ছবি বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) কেএমপি, খুলনার নিকট দাখিল করতে হবে।
Ø উচ্চমাত্রার শব্দ সৃষ্টিকারী যন্ত্র, বাদ্যযন্ত্র, পিএ সেটের ব্যবহার করা যাবে না।
Ø মসজিদের আযান ও নামাজের সময় মাইকসহ সকল প্রকার বাদ্যযন্ত্র বাজানো থেকে বিরত থাকতে হবে।
Ø শোক মিছিল শুরু হওয়ার স্থান ব্যতীত পথিমধ্যে কাউকে মিছিলে প্রবেশ করতে দেয়া যাবে না।
Ø রাতে শোক মিছিল এবং রাস্তায় কোন ধরণের সমাবেশ করা যাবে না।
Ø মিছিলে অংশগ্রহণকারী প্রতিটি সদস্যকে তল্লাশির ব্যবস্থা করতে হবে।
Ø শিয়া সম্প্রদায়ের মিছিলে অংশগ্রহণকারী নারীদের নারী স্বেচ্ছাসেবক দ্বারা তল্লাশী করতে হবে।
Ø “পাইক” মিছিল করা যাবে না।
Ø তাজিয়া মিছিলে বহনকারী বাঁশের দৈঘ্য ১২ ফিটের বেশী হবে না।
Ø শোক মিছিল চলাকালীন বিভিন্ন অলিগলি থেকে আসা লোকদের মিছিলে অনুপ্রেবেশ করতে দেয়া যাবে না। বিষয়টি নিশ্চিত করতে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে।
Ø পবিত্র আশুরা পালন পদ্ধতি নিয়ে শিয়া সম্প্রদায়ের অন্তদ্বন্দ্ব বা শিয়া-সুন্নি মতাদর্শগত পার্থক্যের কারণে অনাকাঙ্খিত ঘটনা এড়িয়ে চলতে সকলকে সতর্ক থাকতে হবে।
Ø যে কোন ধরণের অনাকাঙ্খিত ঘটনা রোধকল্পে জাতীয় জরুরি সেবা “৯৯৯” এর সহায়তা নিতে হবে।
যে কোন প্রয়োজনে বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) কেএমপি, খুলনা- ০১৩২০-০৫৮৬২০, কেএমপি কন্ট্রোল রুম- ০১৩২০-০৬০৯৯৮ এবং “Hello KMP” অ্যাপস্ এর মাধ্যমে পুলিশি সহযোগিতা পাওয়া যাবে।
উক্ত আলোচনা সভায় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডএফ) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে ক্রাইম এন্ড অপারেশন্স) জনাব মোছাঃ তাসলিমা খাতুন; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব মোল্লা জাহাঙ্গীর হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব রাশিদা বেগম, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব বি.এম নুরুজ্জামান, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ তাজুল ইসলাম,বিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মনিরা সুলতানা, সকল থানার অফিসার ইনচার্জ এবং শিয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।