পাকিস্তানজুড়ে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া ব্যবহারে মারাত্মক সমস্যার মুখে পড়ছেন ব্যবহারকারীরা। হোয়াটসঅ্যাপ একেবারেই অচল হয়ে পড়েছে। ফেসবুকের মতো অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও ধীরগতি ও আপলোড করতে সমস্যা দেখা দিচ্ছে। খবর ডনের।
জানা গেছে, দেশটিতে ইন্টারনেট সচল থাকলেও গতি ক্রমাগত কমছে। কোথাও সংযোগ থাকলেও গতি বেশ কম। ফলে বিঘ্নিত হচ্ছে ব্যবসা-বাণিজ্য। তবে এনিয়ে বিশ্বাসযোগ্য ব্যাখ্যা দিতে পারেনি নিয়ন্ত্রক সংস্থা পাকিস্তান টেলিকমিউনিকেশন অথোরিটি (পিটিএ)।কিছু ব্যবহারকারীর ধারণা, ব্যবহারকারীদের ওপর নজরদারি বাড়ানোর জন্য সরকার একটি ফায়ারওয়াল ইনস্টল করেছে। আর তাতেই এই বিঘ্নের সৃষ্টি হয়েছে। তবে পিটিএ কর্মকর্তারা এ দাবি অস্বীকার করেছে।