সুফিয়ান মুকিমের রেকর্ড গড়ার দিনে পাকিস্তান-জিম্বাবুয়ে ম্যাচে বাজে নজির। দুই দলের টি-টোয়েন্টির ইতিহাসে আজ সর্বনিম্ন ১১৮ রানের বাজে রেকর্ড গড়েছে।
মঙ্গলবার জিম্বাবুয়ের বুলাওয়ের কুইন্স স্পোর্টস পার্কে আগে ব্যাট করতে নেমে ২৭ বলে ৩৭ রান করে ভালো পজিশনেই ছিল জিম্বাবুয়ে।এরপর চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে মাত্র ২০ রানের ব্যবধানে ১০ উইকেট হারিয়ে ১২.৪ ওভারে ৫৭ রানেই অলআউট হয় জিম্বাবুয়ে।পাকিস্তানের হয়ে সুফিয়ান মুকিম ২.৪ ওভারে ৩ রানে ৫ উইকেট শিকার করেন রেকর্ড গড়েন। পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে এটাই সেরা বোলিং ফিগার।
সহজ টার্গেট তাড়া করতে নেমে ৫.৩ ওভারে ৮৭ বল হাতে রেখে ১০ উইকেটের দাপুটে জয় নিশ্চিত করে।এদিন দুই দলের মধ্যকার ম্যাচে মোট রান হয়েছে ১১৮। দুই দলের টি-টোয়েন্টিতে এটাই সর্বনিম্ন রানের বাজে নজির।এর আগে ২০২১ সালের ২৩ এপ্রিল জিম্বাবুয়ে-পাকিস্তান ম্যাচে সর্বনিম্ন ২১৭ রান উঠেছিল। তবে দুই দলের টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ রান উঠেছে ৩৫১ রান। সেটা ২০১৫ সালে লাহোরে।