সিদ্ধান্ত নিতে তাঁর সময় লেগেছে তিন সপ্তাহের মতো। গত শুক্রবার তিনি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে জড়াতে চান। কানাডা প্রবাসী সামিত সোমের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পরই তোড়জোড় শুরু করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
আগামী ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচেই লাল-সবুজের জার্সিতে এ মিডফিল্ডারকে খেলাতে চায় বাফুফে। মঙ্গলবার তাঁর সঙ্গে অনলাইন মিটিং করেন বাফুফের অন্যতম সহসভাপতি ফাহাদ করিম। আলোচনায় দুই পক্ষই গুরুত্ব দিয়েছে পাসপোর্টকে।
সামিতের পাসপোর্টের কাজ বাফুফে শুরু করবে বলে জানিয়েছেন ফাহাদ করিম, ‘সামিতও আশা করছেন জুনেই খেলার জন্য। আনুষ্ঠানিকতার বিষয়টি তিনিও জানেন। আমরা ইতোমধ্যে জন্মনিবন্ধনের প্রক্রিয়া শুরু করেছি। আশা করছি, শিগগিরই এটি হয়ে যাবে। এরপর সামিত কানাডায় বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্টের জন্য আবেদন করবেন। তাঁর ক্লাবের ব্যস্ত অনুশীলন সূচি রয়েছে। তিনি যেন খুব সহজে আবেদন করে আবার ক্লাবে ফিরতে পারেন, সেটা আমরা নিশ্চিত করব।’
বাংলাদেশের হয়ে খেলতে রাজি হওয়ার আগে সামিত বাফুফের কাছে জানতে চেয়েছিলেন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ কোথায় হবে, অনুশীলন ভেন্যুর মান, ক্যাম্পে যোগদানের তারিখ, জুনে বাংলাদেশের আবহাওয়া কেমন থাকে এবং বাংলাদেশের পাসপোর্ট পেতে কতদিন সময় লাগবে।
মঙ্গলবারের আলোচনায় এসবের কিছুই চাননি বলে জানিয়েছেন ফাহাদ করিম, ‘আমি একাধিকবার জিজ্ঞেস করেছি তাঁর প্রত্যাশা বা চাহিদা রয়েছে কিনা বাফুফের কাছে। তিনি এ-সংক্রান্ত কিছু বলেননি। বাংলাদেশের হয়ে খেলতে চান এবং সর্বপ্রথম তিনি পাসপোর্টের অপেক্ষায় রয়েছেন। পাসপোর্ট পাওয়ার পর পরবর্তী ধাপ এগিয়ে নেওয়ার জন্য আবার আলোচনা করবেন।’