একটি প্রতারকচক্র পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পুলিশ পরিচয়ে বিকাশ, নগদ ও রকেটে পাসপোর্টের আবেদনকারীর নিকট টাকা দাবি করছে। অনেকে দ্রুত ভেরিফিকেশন সম্পন্ন করার আশ্বাসে অর্থ প্রদান করে প্রতারিত হচ্ছেন। পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত যে কোন প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জনসাধারণকে অনুরোধ করা হয়েছে। এ ধরনের কার্যকলাপে জনমনে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।
পাসপোর্ট ভেরিফিকশন সংক্রান্ত কোন অভিযোগ থাকলে ‘Hello SB’ ও ‘Hello KMP’ অ্যাপসের মাধ্যমে অথবা ০১৩২০-০৫৮৬২০ এবং ০১৩২০-০৫৮৬৪০ মোবাইল নম্বরে জানানো যাবে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।