পোশাক শিল্পে চলমান অস্থিরতা, পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টি, ধ্বংসাত্মক কার্যক্রম চালানোর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। সেই সঙ্গে এই খাতে নৈরাজ্য সৃষ্টিকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে এ দাবি জানানো হয়েছে।
বাংলাদেশ ওয়ার্কার্স শ্রমিক ফেডারেশনের নেতা এ এ এম ফয়েজ হোসেন অভিযোগ করে বলেন, ‘ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সঙ্গে যুক্ত হয়ে ফ্যাসিবাদ সরকারের নেতাকর্মীরা গার্মেন্টস খাতকে ধ্বংস করছে। অবিলম্বে তাদেরও অপসারণ করতে হবে।’
পোশাক শিল্প খাতে নৈরাজ্য সৃষ্টিকারীদের গ্রেপ্তারের পাশাপাশি শ্রমিকদের বকেয়া শিগগিরই পরিশোধের দাবি জানান তিনি।