গত বছর বিশ্বের সবচেয়ে বেশি মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে জায়গা করে নেয় অ্যাপল। ২০২০ সালের অক্টোবর থেকে ২০২১ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত করা হিসাবে শীর্ষস্থান অর্জন করে প্রতিষ্ঠানটি। এক্ষেত্রে অ্যাপলের পরেই আছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট।
বাজার ও ভোক্তাদের তথ্য নিয়ে কাজ করা জার্মানিভিত্তিক প্রতিষ্ঠান স্ট্যাটিস্টার হিসাব বলছে, ২০২০ সালের অক্টোবর থেকে ২০২১ সালের সেপ্টেম্বরের মধ্যে প্রতি সেকেন্ডে অ্যাপল আয় করেছে ৩ হাজার ২ ডলার করে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা (১ ডলার ৮৬ টাকা ধরে)। সে হিসেবে অ্যাপলের মিনিটে আয় বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা এবং ঘণ্টায় আয় প্রায় ৯৩ কোটি টাকা।
স্ট্যাটিসটার দেওয়া হিসাব অনুযায়ী, অ্যাপলের মাসিক আয় দাঁড়ায় ৬৬ হাজার ৯৬০ কোটি টাকা। এক্ষেত্রে একটু তুলনামূলক আলোচনা করলে পাঠকদের বুঝতে সুবিধা হবে। অ্যাপলের মাসিক আয় দিয়ে পদ্মা সেতুর মতো দুটি মেগা প্রকল্পের সম্পূর্ণ ব্যয় নির্বাহ করা সম্ভব। অর্থাৎ, অ্যাপল চাইলে তাদের এক মাসের টাকা দিয়ে পদ্মাসেতুর মতো দুটি সেতু তৈরি করতে পারবে।
আয়ের দিক থেকে অ্যাপলের পরেই আছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। তাদের সেকেন্ডে আয় ২ হাজার ২৩৯ ডলার বা ১ লাখ ৯২ হাজার টাকা। তৃতীয় স্থানে থাকা মাইক্রোসফটের সেকেন্ডে আয় ২ হাজার ১৫৩ ডলার বা ১ লাখ ৮৫ হাজার টাকা প্রায়। তালিকার চতুর্থ এবং পঞ্চম স্থানে আছে যথাক্রমে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা ও অ্যামাজন।
পিএসএন/এমআই