প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালস’র হয়ে মালিকানা নিয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। তাই প্লেয়ার্স ড্রাফটেও উপস্থিত হয়েছেন এই তারকা। সোমবার ১৪ অক্টোবর রাজধানীর একটি হোটেলে সকাল থেকে শুরু হয়েছে বিপিএলের প্লেয়ার ড্রাফট। যেখানে নিজের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে হাজির হয়েছেন শাকিব খান নিজেও। তাই নিলামের টেবিলে ঘুরেফিরে সবার চোখ ছিল দেশের রুপালি পর্দার সবচেয়ে বড় এই তারকার দিকে।
নিলামে শাকিব বাংলাদেশ দলের বেশ কিছু তারকা ক্রিকেটার দলে ভিড়িয়েছেন। তাদের মধ্যে অন্যতম মুস্তাফিজুর রহমান, লিটন দাস, সাব্বির রহমান। বিদেশি ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে ক্যারিবিয়ান তারকা জনসন চালর্সকে। এরপর ইংলিশ ক্রিকেটার স্টিফেন এসকিনাজিকে দলে নিয়েছে তারা। ড্রাফট থেকে বিদেশি ক্রিকেটারের মধ্যে সাইম আইয়ুব এবং আমির হামজাকে দলে নিয়েছে ঢাকা। ড্রাফট থেকে ১০ জন এবং সরাসরি চুক্তিতে ৬ জন, মোট ১৬ জন ক্রিকেটারকে নিয়ে দল সাজিয়েছে ঢাকা ক্যাপিটালস।
অনুষ্ঠান শেষে দল নিয়ে ভীষণ উচ্ছ্বসিত দেখা গেল সাকিব খানকে। তার বিশ্বাস, এবারের বিপিএলে সবচেয়ে জমজমাট আসর দেখতে পারবে দেশের ক্রিকেট ভক্তরা। শাকিব বলেছেন, ‘সিনেমা ও ক্রিকেট কীভাবে একসঙ্গে করা যায় সেটা নিয়েই একটা স্বপ্ন ছিল। আমরা সকলেই জানি, সিনেমার থ্রিল, রোমান্স আর ক্রিকেট মাঠের উত্তেজনা- এই দুই মহাশক্তি একত্র হলে একটা মহাবিস্ফোরণ হতে পারে। রচিত হতে পারে একটা মহাকাব্য। যার আভাস আমরা যখন দল ঘোষণা করেছি, তখনই পেয়েছি। যখন আমাদের দল ঘোষণা হয়, তখন থেকে আমরা দারুণ সাড়া পেয়েছি। সবাই এত ভালোবাসা পেয়েছি যা অবাক করার মতো।’
নিজের দল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে শাকিব বলেছেন, ‘আমরা বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসি। বাংলাদেশের সিনেমাও যেমন আমাদের ক্রিকেটও আমাদের। আমরা বিপিএলে দল কিনতে পেরে খুব উচ্ছ্বসিত। আজ প্রত্যাশা মতো দল সাজাতে পেরেছি। আশা করি, নম্বর ওয়ানের মতো দলটাও তাই হয়েছে। তাছাড়া ঢাকা ক্যাপিটালসকে নিয়ে আমরা যতটা উচ্ছ্বসিত, আমাদের দেশের মানুষ আরও বেশি উচ্ছ্বসিত। ব্যাপারটি আমাকে খুব আনন্দ দিচ্ছে।’