ভোলায় মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে গণধর্ষণের শিকার হয়েছেন এক নারী (২০)। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভুক্তভোগী ওই নারী পাঁচজনকে আসামি করে মামলা করলে পুলিশ দুইজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল ফকিরের ছেলে মো. রাকিব (২৫) ও একই এলাকার বাসিন্দা মো. বাবুলের ছেলে মো. মিজান (২৩)।
মামলা সূত্রে জানা গেলে, স্বামী পরিত্যক্তা ওই নারীর (২০) সঙ্গে প্রায় ৫-৬ মাস আগে একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল রশিদের ছেলে মো. মিরাজের (২৫) মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন কথা বলার পর গত সোমবার (১৯ এপ্রিল) রাতে ওই নারীকে দেখা করতে বলে মিরাজ। পরে রাতে পাশের সুপারি বাগানে দেখা করতে আসেন ওই নারী। এসময় প্রথমে মিরাজ পরে তার বন্ধু রাকিব ও মিজানসহ পাঁচজন মিলে গণধর্ষণ করেন ওই নারীকে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. মাজহারুল আমিন সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী নারী মামলা করলে পুলিশ দুইজনকে গ্রেফতার করেন। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।