কোপা আমেরিকার ফাইনালে কাল মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। যেখানে তাদের প্রতিপক্ষ কলোম্বিয়া। আর এই ম্যাচের মধ্যে দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে যাচ্ছেন আনহেল ডি মারিয়া। তবে সাম্প্রতিক সময়ে ফর্মটা ভালো যাচ্ছে না মারিয়ার। যে কারণে প্রশ্ন উঠেছে প্রথম একাদশে তার থাকা নিয়েও।
সবশেষ ম্যাচে মারিয়াকে ৭৮ মিনিট খেলান স্কালোনি। কিন্তু পারফরম্যান্সে সেই ছাপ রাখতে পারেননি ডি মারিয়া। ফাইনালের প্রথম একাদশে ডি মারিয়ার থাকা নিয়ে স্কালোনি বলেন, ‘আমরা জানি, এটা তার শেষ ম্যাচ, কিন্তু সবসময় দল সবার আগে। যদি তাকে খেলতে হয়, এর মানে আমরা মনে করেছি তাকে খেলানো উচিত। দিনশেষে যদি না খেলাই তাহলে বুঝতে হবে ম্যাচের আরেকটি দৃষ্টিকোণ থেকে ভেবে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।’
‘কোচ হিসেবে আমরা মনে করি, এমনটা ভাবা জরুরি। (না খেলানোর)) কারণ হিসেবে অনেক কিছুই থাকতে পারে। আশা করি, সবকিছু যেন ভালোভাবে যায় এবং আনহেল যেন সম্ভাব্য সেরা উপায়ে অবসর নিতে পারে।’-যোগ করেন তিনি।
তবে মেসির আশা গোল করেই অবসরে যাবেন ডি মারিয়া, ‘কে জানে, হয়তো ফাইনালে সে আবারও গোল করবে, যেমনটা সে আগের খেলা সবগুলো ফাইনালে করেছে। তা অসাধারণ লাগবে। আমরা সবসময় তাকে বলেছি, যদি সবকিছু ঠিকঠাক যায়, তাহলে সামনে আমাদের প্লে-অফ ম্যাচ আছে। তবুও সে তার সিদ্ধান্তে অনড় এবং কোনোকিছুই তা বদলাতে পারবে না। ’