অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। মাত্র ১৯৮ রানের পুঁজি নিয়েও ৫৯ রানের জয় পেয়েছে লাল-সবুজের যুবা প্রতিনিধিরা। ভারতকে মাত্র ১৩৯ রানে অলআউট করেছে।
বল হাতে কাজটা করেছেন যুবা দলের ডানহাতি পেসার ইকবাল হোসাইন ইমন। তিনি ৭ ওভারে ২৪ রান দিয়ে গুরুত্বপূর্ণ ৩ উইকেট নিয়েছেন। এর মধ্যে চতুর্থ উইকেটে জুটি গড়ার চেষ্টা করছিল ভারত। ২১তম ওভারে এসে দুই উইকেট নিয়ে ম্যাচ নিয়ন্ত্রণে আনেন তিনি।
ম্যাচ জয়ী বোলিং করায় ম্যাচ সেরা হয়েছেন ইকবাল হোসাইন ইমন। পাকিস্তানের বিপক্ষেও ম্যাচ সেরা হয়েছিলেন তিনি। এছাড়া টুর্নামেন্ট সেরাও হয়েছেন মৌলভীবাজারের এই পেসার। টুর্নামেন্টে তিনি ১৩ উইকেট নিয়েছেন।
ইমনের মতো টুর্নামেন্ট জুড়ে ভালো খেলেছেন অধিনায়ক আজিজুল হক তামিমও। ফাইনালে ১৪ বল করে ৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া আসরে এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে করেছেন ২৬০ রান।