শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে রীতিমত গোল উৎসবে মেতে উঠেছে লিভারপুল। ওয়াটফোর্ডের মাঠে গিয়ে গোল উৎসব করেছেন সাদিও মানে, রবার্তো ফিরমিনো এবং মোহাম্মদ সালাহরা। দুর্দান্ত হ্যাটট্রিক করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিরমিনো। স্বাগতিকদের ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা হারিয়ে এসেছে ৫-০ গোলের ব্যবধানে। একই সময়ে বার্নলেকে ২-০ গোলে হারিয়েছে ম্যানসিটি।

লেস্টারের মাঠে গিয়ে যখন ম্যানচেস্টার ইউনাইটেড ৪-২ গোলে হারছিল, তখন গোলের পর গোল করে যাচ্ছিল লিভারপুল। এই জয়ের ফলে ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইলো। অন্যদিকে বার্নলেকে ২-০ গোলে হারানোর পলে ম্যানসিটির পয়েন্ট দাঁড়িয়েছে ৮ ম্যাচে ১৭। তারা রয়েছে দ্বিতীয় স্থানে।

ওয়াটফোর্ডের মাঠে গিয়ে ম্যাচের ৮ম মিনিটেই লিভারপুলকে এগিয়ে দেন সাদিও মানে। এরপর ওয়াটফোর্ডকে গোলের মালা পরাতে থাকেন রবার্তো ফিরমিনো। ম্যাচের ৩৭তম মিনিটে নিজের প্রথম এবং দলের দ্বিতীয় গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধ শুরুর পর, ম্যাচের ৫২তম মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন তিনি। ৫৪ মিনিটে দলের হয়ে চতুর্থ গোল করেন মোহাম্মদ সালাহ। ম্যাচ শেষ হওয়ার খানিক আগে, ইনজুরি সময়ে গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন রবার্তো ফিরমিনো। একই সঙ্গে করেন দলের পঞ্চম গোল।

অন্যদিকে নিজেদের মাঠে বার্নলেকে পেয়ে ২-০ গোলের সহজ জয় তুলে নেয় পেপ গার্দিওলার শিষ্যরা। ম্যাচের ১২তম মিনিটে প্রথম গোল করেন বের্নার্ডো সিলভা। এরপর ৭০তম মিনিটে গোল করেন কেভিন ডি ব্রুইন।