একসঙ্গে জুটি হয়ে সিনেমায় অভিনয় করেছেন। এ সফরে তাদের পাওয়া গেছে ‘ফ্যাশন’ ও ‘কৃষ ৩’ সিনেমায়। একসঙ্গে অভিনয় করলেও দু’জনের মতামত সাধারণত বিপরীতমুখী। বেশ কিছু ক্ষেত্রে দু’জনের দ্বিমতও হয়েছে। নিজেদের মতবিরোধ সারিয়ে এবার এক হচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া ও কঙ্গনা রনৌত। আগামী আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ফের একসঙ্গে দুই নায়িকা।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘বেশ কিছু দিন ধরে পুরনো কিছু ছবি পুনরায় মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। কিছু কিছু ছবির জনপ্রিয়তা যে এখনও তুঙ্গে, তা ফের প্রমাণিত। তেমনই মুক্তি পাচ্ছে প্রিয়াঙ্কা ও কঙ্গনার ছবি ‘ফ্যাশন’। ৭ মার্চ থেকে ১৩ পর্যন্ত এই ছবি দেখা যাবে প্রেক্ষাগৃহে।
পরিচালক মধুর ভান্ডারকর সমাজমাধ্যমে লিখেছেন, “আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রেক্ষাগৃহে ফিরে এল ‘ফ্যাশন’ ছবিটি।”
‘ফ্যাশন’ সিনেমায় প্রিয়াঙ্কা ও কঙ্গনা ছাড়াও ছিলেন অভিনেত্রী মুগ্ধা গডসেও। এই ছবির জন্য একাধিক পুরস্কার পেয়েছেন প্রিয়াঙ্কা ও কঙ্গনা। তবে এর পরে বলিউডের একাধিক বিষয় নিয়ে প্রিয়াঙ্কাকে কটাক্ষ করেছিলেন কঙ্গনা। সূত্র: আনন্দবাজার।