আগামী ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৪তম জন্মবার্ষিকী উদ্যাপনের লক্ষ্যে এক প্রস্তুতিসভা আজ (মঙ্গলবার) সকালে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, এ উপলক্ষ্যে আগামী ৮ আগস্ট সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন এবং আর্থিক সহায়তার চেক বিতরণ করা হবে।
সভায় সিভিল সার্জন ডাঃ শেখ শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হুসেইন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তানভীর আহমদ, মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) গোপীনাথ কানজিলালসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।