সুদীপ্ত বিশ্বাস শুভ বটিয়াঘাটা প্রতিনিধি ঃ বটিয়াঘাটা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং দ্যা হাঙ্গার প্রজেক্ট’র সহযোগিতায় জাতীয় কন্যাশিশু দিবস – ২০২৪ উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টায় মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্তের সভাপতিত্বে স্থানীয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় । সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুর রহমান । সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআরডিবি কর্মকর্তা সুলতানা নাসরিন, তথ্য কর্মকর্তা মিতালী মন্ডল, প্রাথমিক শিক্ষা অফিসারের সহকারী ইন্সপেক্টর গুলশান আরা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার,থানা প্রতিনিধি এস আই শফিকুল ইসলাম, হাঙ্গার প্রজেক্ট অফিসার সুপ্রিয়া দেবী সহ উপজেলার ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা। অনুষ্টানের পর্বে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে ।
You Might Also Like
সিনিয়র এডিটর
Leave a comment