সুদীপ্ত বিশ্বাস শুভ বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি ঃ বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউনিয়নের জলবদ্ধতা নিরসনে বিভিন্ন এলাকায় সরকারি খাল সরেজমিনে পরিদর্শন করেছেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আসাদুর রহমান । গত শনিবার বেলা ১১ টায় দারোগা ভিটা খাল, গজালমারী খাল, ইনেদার খাল সহ বিভিন্ন সরকারি খালের অবৈধ নেট,পাটা ও পানি নিষ্কাশনের পথ স্লুইসগেট এবং পাইপের মূখে জাল-পাটা দিয়ে পানি নিষ্কাশনের বাঁধাগ্ৰস্ত করে আমন মৌসুমে ধানের ক্ষতি ও কৃত্রিম জলবদ্ধতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন । এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের বটিয়াঘাটায় দায়িত্বপ্রাপ্ত এসো, জলমা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ইউপি সদস্য দেবব্রত মল্লিক দেবু, ইউপি সদস্য মোঃ আশিক সরদার, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য তপতী রাণী বিশ্বাস, লিটন হাওলাদার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার’র ( ভারপ্রাপ্ত) বিভিন্ন সরকারি খাল পরিদর্শন
You Might Also Like
সিনিয়র এডিটর
Leave a comment
সর্বশেষ
- Advertisement -