শরণখোলায় বড় ভাইয়ের জানাজা ও দাফন সম্পন্ন করার আধাঘন্টা পর মৃত্যুর কোলে ঢলে পড়ে ছোট ভাই। হৃদয় বিদারক এ ঘটনাটি ঘটেছে ২৬ মার্চ শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের দক্ষিণ কদমতলা গ্রামে। কদমতলা গ্রামের আনসার মিয়ার পুত্র লাল মিয়া ওরফে লালো ঢাকায় বসবাস করেন। দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে মৃত্যুর পর নিজ বাড়ি দক্ষিণ কদমতলায় বুধবার ২৬ সকালে দাফন করা হয়।
বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে ছোট ভাই জাহাঙ্গীর মিয়া খুলনা থেকে বাড়িতে ছুটে আসেন। বড় ভাইয়ের দাফন ও জানাজার সম্পন্ন করে খুলনার উদ্দেশ্যে রওনা দেওয়ার মুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আশফাক হোসেন বলেন, অধিকতর মানসিক চাপের জন্য হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে তিনি হাসপাতালে আসার আগেই মৃত্যুবরণ করেছেন।