না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বরেণ্য অভিনেত্রী সারাহ বেগম কবরী। শুক্রবার (১৬ এপ্রিল) রাত সোয়া ১২টার দিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ১৩দিন করোনার সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।