পাকিস্তান সফরের প্রথম টেস্টে আগামী ২১ আগস্ট মাঠে নামবে বাংলাদেশ। দুই দল করাচিতে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে ৩০ আগস্ট। ওই ম্যাচটি দর্শকশূন্য গ্যালারিতে আয়োজন করা হবে। বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।
কারণ হিসেবে জানানো হয়েছে, করাচি স্টেডিয়ামে গ্যালারির একটা অংশে নির্মাণকাজ চলছে। যে কারণে দর্শকদের নিরাপত্তা ও স্বাস্থ্যের কথা চিন্তা করে দর্শক ছাড়া টেস্টটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পিসিবি বিবৃতি দিয়ে বলেছে, ‘আমরা দেশের ক্রিকেটের জন্য দর্শকদের মূল্য কতটা তা ভালো মতোই বুঝি। ক্রিকেটারদের উৎসাহ দিতে ও উদ্বুদ্ধ করতে তাদের জুড়ি নেই। কিন্তু দর্শকদের স্বাস্থ্য ও নিরাপত্তা সবকিছুর আগে। যে কারণে আমরা করাচি টেস্ট দর্শকশূন্য গ্যালারিতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি।’
পিসিবি ম্যাচটির টিকিটি বিক্রি তাৎক্ষনিকভাবে বন্ধের নির্দেশ দিয়েছে। এছাড়া বিক্রিত টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে, ‘যে দর্শকরা টিকিট কিনেছেন, তারা পুরো অর্থ স্বয়ংক্রিয়ভাবে ফেরত পাবেন। স্টেডিয়াম উন্নয়নের পরে দর্শকদের অভিজ্ঞতা আরও দারুণ হবে আশা করছি।’