বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে খুলনার কার্যালয়ের উদ্যোগে জাতীয় শুদ্ধাচার কর্মপরিকল্পনার আওতায় সেবাপ্রত্যাশী/সেবাগ্রহীতাদের অভিযোগ, মতামত ইত্যাদি প্রকাশ্য শোনা এবং কর্তৃপক্ষ কর্তৃক তার যথাসম্ভব প্রতিকারের উদ্দেশ্যে আগামী ২৩ জুন সকাল ১১টা থেকে বেলা একটা পর্যন্ত খুলনা বাকেশিতে গণশুনানির আয়োজন করা হয়েছে। উক্ত গণশুনানিতে সকল সেবাপ্রত্যাশী/সেবাগ্রহীতাকে যথাসময়ে সশরীরে উপস্থিত হয়ে অথবা facebook.com/bcslkhulna তে Live-এ বা নিম্নলিখিত ঠিকানায়/ই-মেইল/ফ্যাক্স এ অভিযোগ/মতামত লিখিতভাবে প্রেরণপূর্বক অংশগ্রহণ করতে পারবেন।
ঠিকানা: মহাব্যবস্থাপক (ক্রয় ও মার্কেটিং), বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড, শিরোমণি শিল্প এলাকা, খুলনা। ইমেইল: sirajul.bcsl@gmail.com/mdbcslkhulna@gmail.com|। ফ্যাক্স: ০৪১-৭৮৫৩৭৫।
বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড খুলনার ব্যবস্থাপনা পরিচালক জগদীশ চন্দ্র মন্ডল স্বাক্ষরিত পত্রে এসকল তথ্য জানান।