সফরসূচি অনুযায়ী হুইপ ১৯ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত খুলনা জেলার বটিয়াঘাটা ও দাকোপ উপজেলায় করোনাভাইরাস মোকাবেলা বিষয়ে জেলা ও উপজেলা প্রশাসনের সাথে সমন্বয়-সহযোগিতা কার্যক্রম, উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট কর্মকর্তা এবং জেলা-উপজেলা নেতৃবৃন্দের সাথে পরামর্শ ও মতবিনিময় সভায় যোগদান করবেন।
৩০ আগস্ট হুইপ ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।