খুলনায় বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে বিনা লাভের দোকান খোলা হয়েছে, যেখানে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারবে। বুধবার বিকালে খুলনা মহানগরীর শিববাড়ী মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও টাস্কফোর্সের আয়োজনে এই দোকান খোলা হয়, যা রমজান মাসজুড়ে চলবে।
আয়োজকরা জানিয়েছেন, পবিত্র রমজান মাস এলেই অসাধু সিন্ডিকেটের কবলে পড়ে বাজার। এবারও তার ব্যতিক্রম হয়নি। রমজানের মাত্র কয়েক দিন আগে যে বেগুন ছিল মাত্র ৩০ টাকা কেজি, বর্তমানে সেই বেগুনের দাম ৮০ টাকা। শুধু বেগুনই নয়, বেড়েছে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও। এ সকল অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে এবং বাজারে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফেরাতে বিনা লাভের দোকান খোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিনা লাভের দোকানে সব শ্রেণি-পেশার মানুষ পণ্য কিনতে পারবেন।
এখানে প্রতি কেজি বেগুন ৫০ টাকা, আলু ১৭ টাকা, খিরা ২৫ টাকা, ছোলা ৯৫ টাকা, বেসন ৬০ টাকা, মুড়ি ৬৫ টাকা, চিড়া ৬০ টাকা, টমেটো ৭.৫০ টাকা, কাঁচা মরিচ ৪০ টাকা, রসুন ১০০ টাকা, দেশি পেঁয়াজ ৩৫ টাকা মূল্যে বিক্রি করা হচ্ছে। এছাড়াও এক লিটার সয়াবিন তেলের বোতল ১৭৫ টাকা, প্রতি পিস ডিম ১০ টাকা, বোম্বাই ঝাল প্রতি পিস ২ টাকা, লেবুর হালি ২৭ টাকা এবং ধনিয়া পাতা চাহিদা অনুযায়ী নিতে পারছেন ক্রেতারা।
ক্রেতারা বলেন, এখানে এসে বাজারের চেয়ে কম মূল্যে পণ্য কিনতে পারছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এটি খুবই ভালো উদ্যোগ। এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জন্য প্রয়োজন।
দিঘলিয়া উপজেলার শামীম মলিক বলেন, খুলনা মহানগরীতে একটি কাজে এসেছিলাম। এখানে এসে বিনা লাভের দোকান দেখে খিরা কিনেছি। গতকাল বাজার থেকে খিরা ৫০ টাকা কেজিতে কিনেছিলাম, কিন্তু এখানে মাত্র ২৫ টাকায় কিনেছি। এমন উদ্যোগ সাধারণ ক্রেতাদের জন্য খুবই প্রয়োজনীয়।
বাজার মনিটরিং কন্ট্রোল টিমের সদস্য হৃদয় ঘরামী বলেন, প্রশাসনের বেহাল অবস্থা। তাদেরকে বলতে চাই, ছাত্রসমাজ এখনও ঘরে ফিরে যায়নি। দেশের সাধারণ মানুষের যখনই দুর্ভোগ সৃষ্টি হবে, তখনই ছাত্রসমাজ পাশে দাঁড়াবে। বাজার সিন্ডিকেটের প্রতিবাদ স্বরূপ মূলত আমাদের বিনা লাভের দোকান পরিচালনা করা হচ্ছে। কৃষকের কাছ থেকে সরাসরি পণ্য সংগ্রহ করি এবং যে দামে কৃষকের কাছ থেকে কিনি, সেই দামেই সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দেই। এখানে মধ্যস্বত্বভোগীর সংখ্যা কমে আসে এবং প্রায় ২০-৩০ টাকার আপ-ডাউনে সাধারণ মানুষ পণ্য পাচ্ছে।
বাজার মনিটরিং কন্ট্রোল টিমের সদস্য ও খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ নাঈম মলিক বলেন, রমজানে দ্রব্যের দাম বেড়ে যায়। এখান থেকেই আমাদের উদ্যোগ নেওয়া, যাতে সাধারণ মানুষ স্বস্তিতে থাকে। এখানে আমরা বিনা লাভে মানুষের কাছে পণ্য বিক্রি করতে পারছি। আমরা যতটা ভেবেছিলাম, তার চেয়ে বেশি সাড়া মিলেছে। এখানে যেমন চাহিদা দেখছি, চেষ্টা করছি আরও বাড়ানোর। ঈদের আগ পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলবে।
বাজার মনিটরিং কন্ট্রোল টিমের সদস্য রাইসা ইসলাম বলেন, রমজান মাসে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেগুনের দাম ৮০ টাকা কেজি। অসাধু ব্যবসায়ীদের প্রতিহত করার জন্যই বিনা লাভের দোকানটি করা হয়েছে। তরুণ প্রজন্ম জনগণ ও দেশের স্বার্থে পাশে আছি এবং থাকবো।