মৌসুমের শুরুতে আরবি লাইপজিগ থেকে ৬২ মিলিয়ন ইউরো দিয়ে দানি অলমোকে কিনেছে বার্সেলোনা। কিন্তু চুক্তির ৫ মাস পরই ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছেন তিনি! অর্থাৎ জানুয়ারির দলবদলের বাজারে ফ্রি’তে অন্য ক্লাবে যোগ দিতে পারবেন এই স্প্যানিশ মিডফিল্ডার।
গত আগস্টে ইউরো জয়ের পর অলমোর সঙ্গে চুক্তি করে বার্সেলোনা। কিন্তু আর্থিক সংকটের কারণে তাকে কেবল ২০২৪ সাল পর্যন্ত অর্থাৎ ৫ মাসের জন্য নিবন্ধন করাতে পেরেছিল কাতালানরা। সেটাও আন্দ্রেস ক্রিস্টেনসেন ইনজুরিতে পড়ার কারণে।
বার্সা ধারণা করেছিল, ক্রিস্টেনসেন মৌসুম জুড়ে ইনজুরির কারণে মাঠের বাইরে থাকবেন। কিন্তু ইনজুরি কাটিয়ে ফিরছেন তিনি। যে কারণে তার নিবন্ধন সচল হচ্ছে এবং অলমোকে নিবন্ধন বাতিল হচ্ছে। ক্রিস্টেনসেন থাকলে অলমোকে নিবন্ধন করাতে পারবে না বার্সা। বিষয়টি নিয়ে লা লিগার ক্রীড়া আদালতে গিয়েছিল কাতালান ক্লাবটি।
সংবাদ মাধ্যম মুন্ডো দেপোর্তিভো জানিয়েছে, অলমোর সঙ্গে নতুন নিবন্ধনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন বিচারক ইনাসিও ফার্নান্দেজ। যে কারণে বার্সা আগামী সোমবারের মধ্যে পুনরায় লা লিগার কাছে মামলা করবে। কারণ তারা বিশ্বাস করে, সব নিয়ম মেনেই অলমোর সঙ্গে চুক্তি করা হয়েছিল। যে কারণে অলমোকে নিবন্ধন করানোর সুযোগ প্রাপ্য তাদের।
অবশ্য বার্সার সামনে অন্য একটা সুযোগও আছে। অলমো ফ্রি এজেন্ট হওয়ার পর অন্য ক্লাবে চুক্তি না করে অপেক্ষা করবেন। ২জানুয়ারি লা লিগার শীতকালীন দলবদলের দরজা খুললে ক্রিস্টেনসেনকে বিক্রি করে অলমোকে পুনরায় নিবন্ধন করাতে পারবে ক্লাবটি। সেক্ষেত্রে ক্রিস্টেনসেনকে বিক্রি করতে না পারা পর্যন্ত ম্যাচ খেলতে পারবেন না অ্যাটাকিং মিডফিল্ডার অলমো।