অ্যাপল থেকে স্যামসাং দুই কোম্পানিই বাজার কাঁপাচ্ছে। সবথেকে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় আর কোনও ব্রান্ডের মোবাইল নেই। সবথেকে বেশি চাহিদা আইফোনের, তারপর রয়েছে স্যামসাং গ্যালাক্সি সিরিজ। কিন্তু, ঠিক কোন কোন স্মার্টফোন সবথেকে বেশি বিক্রি হচ্ছে? আসুন জেনে নেওয়া যাক।
প্রথম স্থানেই রয়েছে অ্যাপল আইফোন 15 প্রো ম্যাক্স। এটি বিশ্বের সবথেকে বেশি বিক্রি হওয়া স্মার্টফোন। আইফোন 15 সিরিজের একাধিক স্মার্টফোন রয়েছে। তবে তার মধ্যে আইফোন 15 প্রো ম্যাক্স সবথেকে বেশি পছন্দ করেছে স্মার্টফোন ব্যবহারকারীরা।
দ্বিতীয় স্থানে রয়েছে আইফোন 15। এতে রয়েছে প্রো লেভেল ক্যামেরা এবং USB টাইপ-সি চার্জিং পোর্ট। এটি বিশ্বের দ্বিতীয় সবথেকে বেশি হওয়া স্মার্টফোন। তারপরই তৃতীয় স্থানে রয়েছে আইফোন 15 প্রো। এটির ক্যামেরা স্পেকস কিছুটা আলাদা। পাশাপাশি ফোনের ডিসপ্লেও বড়।
চার নম্বরে রয়েছে 2022 সালে লঞ্চ হওয়া আইফোন 14। এতে পাবেন 6.1 ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম এবং A13 বায়োনিক প্রসেসর। এটি বিশ্বের চতুর্থ সবথেকে বেশি বিক্রি হওয়া স্মার্টফোন। পঞ্চম স্থানে রয়েছে স্যামসাং। কোম্পানির ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি S24 আলট্রা। 2024 সালের প্রথম ত্রৈমাসিকে সবথেকে বেশি বিক্রি হওয়া অ্যান্ড্রয়েড স্মার্টফোন এটি।
6 নম্বরে রয়েছে আরও এক স্যামসাংয়ের স্মার্টফোন। এটি হল A15 5G। যেখানে পাবেন 6.5 ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে। বিশ্বের সবথেকে বেশি বিক্রি হওয়া 10 ফোনের তালিকায় 6 নম্বরে রয়েছে এটি। তারপর সপ্তম রয়েছে স্যামসাং গ্যালাক্সি A54। ফিচার্স, পারফরম্যান্স এবং দামের দিক দিয়ে এটি অন্যতম বেস্ট সেলিং স্মার্টফোন।
8 নম্বরে রয়েছে আইফোন 15 প্লাস। দারুণ ব্যাটারি লাইফ এবং বড় স্ক্রিন থাকার কারণে অনেকেই কিনছেন এই স্মার্টফোন। নবম স্থানে রয়েছে স্যামসাং গ্যালাক্সি S24 এবং দশম স্থানে রয়েছে স্যামসাং গ্যালাক্সি A34।
বিশ্বের সেরা 10 স্মার্টফোন –
- আইফোন 15 প্রো ম্যাক্স
- আইফোন 15
- আইফোন 15 প্রো
- আইফোন 14
- স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা
- স্যামসাং গ্যালাক্সি A15
- স্যামসাং গ্যালাক্সি A54
- আইফোন 15 প্লাস
- স্যামসাং গ্যালাক্সি S24
- স্যামসাং গ্যালাক্সি A34
সেরা 10 ফোনের মধ্যে 5টি রয়েছে অ্যাপলের এবং 5টি রয়েছে স্যামসাংয়ের। আইফোনের ক্ষেত্রে নতুন সিরিজ আইফোন 15 সবথেকে বেশি বিক্রি হচ্ছে। তবে স্যামসাংয়ের ক্ষেত্রে ফ্ল্যাগশিপ মডেল গ্যালাক্সি S24 আলট্রার পাশাপাশি কম দামি A15, A34 হ্যান্ডসেটও রয়েছে।