বিপিএল মাতাতে ঢাকায় পৌঁছেছেন মঈন আলী।
বুধবার ঢাকায় এসেছেন ইংল্যান্ডের তারকা এ অলরাউন্ডার। প্লেয়ার্স ড্রাফটের আগেই মঈনকে দলে ভিড়িয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কিন্তু জাতীয় দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে আসতে গিয়ে টুর্নামেন্ট প্রায় অর্ধেক শেষ হওয়ার পথে।
বাংলাদেশের ঘরোয়া এ টি-টোয়েন্টি আসরে এবারই প্রথম খেলছেন না মঈন। দ্বিতীয়বারের মতো বিপিএলে খেলতে যাচ্ছেন এ স্টার ক্রিকেটার। প্রথমবার খেলেছিলেন ২০১৩ সালে রাজশাহীর জার্সি গায়ে।
মঈন অবশ্য বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলতে এলেন তৃতীয়বারের মতো। ২০১০-১১ মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে খেলেন তিনি মোহামেডানের হয়ে।
কুমিল্লার হয়ে এখন বিপিএল খেলছেন ফাফ ডু প্লেসিস, ক্যামেরন ডেলপোর্ট ও করিম জানাত। সুনিল নারাইনও রয়েছেন দলে। তবে ইনজুরির জন্য এখনো খেলতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের তারকা এ অলরাউন্ডার। তাদের সঙ্গে যোগ দিয়ে তারকা সমৃদ্ধ দল কুমিল্লার আলো ও শক্তি দুটোই বাড়িয়ে দিলেন মঈন।
পিএসএন/এমআই