দেশের বেশ কিছু অঞ্চলে তাপপ্রবাহ বয়ে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বৃষ্টির পূর্বাভাসে গরমের কিছুটা স্বস্তি মিলতে পারে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করা হয়। সোমবার (২৩ সেপ্টেম্বর) দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ বান্দরবানে সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস দেখা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া সহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।
এ পরিস্থিতিতে দেশের সব বিভাগের বেশিরভাগ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিছু জায়গায় মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, মৃদু তাপপ্রবাহ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে প্রশমিত হতে পারে। এই সময়ে দেশের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আগামীকাল বুধবারও (২৫ সেপ্টেম্বর) দেশের তাপমাত্রা আরও কমতে পারে। তবে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।