বিপিএলের চট্টগ্রাম পর্বের দুই ম্যাচেই জয় পেয়েছে ফরচুন বরিশাল। চট্টগ্রামের মাটিতে দর্শকদের সমর্থনে টানা জিতে পয়েন্ট টেবিলে দুইয়ে উঠেছে তামিম ইকবালের দল। দলের এই জয়ে ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং তিন বিভাগকেই কৃতিত্ব দিয়েছেন হৃদয়।
জাতীয় দলের মিডল অর্ডার ব্যাটার হৃদয় মঙ্গলবার ফরচুন বরিশালের ভিডিও বার্তায় বলেন, ‘শুধু ব্যাটিং-বোলিং নয় দল হিসেবে আমরা তিন বিভাগেই ভালো। সামনে আরও ভালো করতে চাই। এখনো ভালো করার সুযোগ আছে। শেষ ম্যাচগুলোতে যেখানে ভুল ছিল সেখানে ভালো করার চেষ্টা করবো।’
বরিশাল আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এবারও চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়েছে ফ্র্যাঞ্চাইজিটি। জাতীয় দলে খেলা শান্ত-হৃদয় থেকে মুশফিক-রিয়াদ আছেন দলটিতে। তামিম নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। দলটি মাঠে সবচেয়ে বেশি সমর্থন পাচ্ছেন। হৃদয় জানান, তারা দর্শকদের প্রত্যাশা মেটানোর চেষ্টা করছেন।
তিনি বলেন, ‘আমরা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করছি। প্রতিটি ম্যাচে ফোকাস করছি। সামনে অনেকগুলো বড় ম্যাচ আছে। সেমিফাইনাল খেলবো আশা করছি। বরিশাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, দলের কাছে অনেক প্রত্যাশা থাকবে। এটা ধরে রাখবো আশা করছি। এটা চিন্তা না করে ম্যাচ বাই ম্যাচ চিন্তা করছি।’