আটালান্টায় দারুণ একটা মৌসুম কাটিয়েছেন ব্রাজিলের ২৪ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার এদেরসন। লেভারকুসেনকে হারিয়ে ইউরোপা লিগ জিতেছে আটালান্টা। সেরা চারে থেকে মৌসুম শেষ করেছে। জায়গা নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন্স লিগে।
যে সাফল্যে বড় অবদান রেখেছেন এদেরসন। মৌসুমে ছয় গোলও করেছেন তিনি। যে কারণে ইউরোপের বেশ ক’টা ক্লাব তার ওপর নজর রাখছে। তবে ব্রাজিলের সাংবাদিক জর্জ নিকোলা জানিয়েছেন, এদেরসনের জন্য ৪৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব জমা দিয়েছে লিভারপুল।
জার্গেন ক্লপের জায়গায় রেডসদের কোচ হয়ে আসা আর্নে স্লট তাকে দলে চান। তবে আটালান্টার পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। ইতালির ক্লাবটির জন্য মোটা অঙ্কের এই অর্থের প্রস্তাব প্রত্যাখান করা কঠিন হবে। আবার নতুন প্রজেক্ট মাথায় রেখে তাকে ধরে রাখার সাহসী সিদ্ধান্তও নিতে পারে।
আটালান্টা আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলবে। সেরা চারে মৌসুম শেষ করায় লিগ শিরোপা না হোক অবস্থান ধরে রাখার চ্যালেঞ্জও থাকবে তাদের। সব মাথায় রেখেই আটালান্টা বোর্ডের সিদ্ধান্ত নিতে হবে।